পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 10 কোটি টাকার হেরোইন - Ashik Ali

কলকাতার দিকে যাওয়ার আগে শিলিগুড়ি ঘোষপুকুর এলাকায় গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 10 কোটি টাকার হেরোইন ।

5 kg heroin worth 10 crore seized in Siliguri
শিলিগুড়িতে বাজেয়াপ্ত দশ কোটি টাকার হেরোইন

By

Published : Feb 8, 2020, 5:41 PM IST

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় পুলিশ আটক করে একটি গাড়ি ৷ উদ্ধার হয় প্রায় পাঁচ কিলো হেরোইন ৷ যার বাজারমূল্য ১০ কোটি টাকার উপরে ।


পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে আটকানো হয় ৷ গাড়ির পিছনের দরজার পাশে তল্লাশি করতেই বেরিয়ে আসে হেরোইন ভরতি দশটি পলিথিনের ব্যাগ ৷ সবমিলিয়ে ওজন 5 কিলো ৷

শিলিগুড়িতে বাজেয়াপ্ত দশ কোটি টাকার হেরোইন

একজনকে গ্রেপ্তার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ ধৃতের নাম আশিক আলি ৷ তার বাড়ি অসমে ৷ কলকাতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

ফাঁসিদেওয়ার BDO সঞ্জু গুহ মজুমদার বলেন, NDPS আইনে গাড়ির চালক আশিককে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে ।

ABOUT THE AUTHOR

...view details