শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় পুলিশ আটক করে একটি গাড়ি ৷ উদ্ধার হয় প্রায় পাঁচ কিলো হেরোইন ৷ যার বাজারমূল্য ১০ কোটি টাকার উপরে ।
পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে আটকানো হয় ৷ গাড়ির পিছনের দরজার পাশে তল্লাশি করতেই বেরিয়ে আসে হেরোইন ভরতি দশটি পলিথিনের ব্যাগ ৷ সবমিলিয়ে ওজন 5 কিলো ৷