শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট ও মাদক দার্জিলিং, 2 অগস্ট: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের দু'টি পৃথক অভিযানে বড়সড় সাফল্য। একদিকে, অভিযান চালিয়ে প্রায় দেড় কোটির সোনার বিস্কুট উদ্ধার করেছে ডিআরআই। ঘটনায় ভিন রাজ্যের দু'জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযানে উদ্ধার করে কোটি টাকার মাদক ও নগদ 17 লক্ষ টাকা। ওই ঘটনাতেও তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
দেড় কোটির ওই সোনা-সহ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করেন ডিআরআইয়ের আধিকারিকরা। ডিআরআই সূত্রে খবর, ধৃতরা হল মহম্মদ নিজামুদ্দিন এবং আনশারুল খান। নিজামুদ্দিন উত্তরপ্রদেশ এবং আনশারুল ধানবাদের বাসিন্দা। ত্রিপুরা সংলগ্ন ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে শিলিগুড়ি হয়ে দিল্লিতে সোনা পাচারের পরিকল্পনা ছিল তাদের। সেই মতো সোমবার সোনা-সহ আগরতলা থেকে ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্তরা।
আরও পড়ুন:ট্রাকের গোপন চেম্বারে পাচারের ছক ! পুলিশি অভিযানে উদ্ধার 2 কুইন্টাল গাঁজা, গ্রেফতার 2
আগাম খবর থাকায় ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযুক্তদের গ্রেফতার করেন গোয়ান্দারা। তাদের তল্লাশি করতে জুতোর সোলের ভিতরে বানানো গোপন জায়গা থেকে 16টি বিদেশি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন 2 কিলো 355 গ্রাম। বাজারমূল্য আনুমানিক 1 কোটি 42 লক্ষ টাকারও বেশি। ওই সোনা ছাড়াও ধৃতদের তল্লাশি করে মেলে ভুয়ো ভোটার কার্ড। ওই ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করেই তারা রেলের টিকিট কেটেছিল বলে অনুমান পুলিশের। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, গোপন সূত্রের খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি চারচাকা গাড়ি আটক করা হয়। সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 893 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 17 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়িটিকেও। ঘটনায় গ্রেফতার হয় রাজু শেখ, গৌতম মণ্ডল এবং ভরত মণ্ডল নামে তিন পাচারকারী ৷ ধৃতরা সকলেই মালদার কালিয়াচকের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে শিলিগুড়িতে পাচারের ছক ছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন:অ্যাম্বুলেন্স থেকে কফিনবন্দি অবস্থায় উদ্ধার 64 কিলো গাঁজা, এসটিএফের জালে 1 মহিলা-সহ 4