দার্জিলিং, 2 ডিসেম্বর:পাহাড়ের ইন্দো-নেপাল সীমান্তে উন্নত হতে চলেছে যোগাযোগ পরিষেবা । এমনই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । পাহাড়জুড়ে বরাবরই সমস্যা ছিল যোগাযোগ পরিষেবা। মোবাইল টাওয়ার না-থাকার কারণে বিংশ শতাব্দীতে এসেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পাহাড়বাসী থেকে পর্যটকদের । শুধু তাই নয়, পাহাড়ের গা ঘেঁষে থাকা ইন্দো নেপাল সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের নজরদারির ক্ষেত্রে আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছিল । যে কারণে ওই সমস্যা সমাধানের উদ্যোগ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।
জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে রাজু বিস্তা আবেদন করেন পাহাড়ের ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানোর । সেই আবেদনে সাড়া দিয়ে পাহাড়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ও পর্যটন কেন্দ্রে মোবাইল টাওয়ার বসানোর কথা চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
চিঠিতে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে, "সাংসদ রাজু বিস্তার আবেদনকে গুরুত্ব দিয়ে পশুপতি, ফাটক, সীমানা, পুলখোলা-সহ বেশ কয়েকটি এলাকায় 4জি টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে । খুব দ্রুত সেই কাজ করা হবে ।" সাংসদ রাজু বিস্তা বলেন, "পশুপতি একটি গুরুত্বপূর্ণ এলাকা । সেখানে ইন্দো-নেপাল সীমান্ত রয়েছে । সেখানে এসএসবি জওয়ানরা মোতায়েন থাকেন। কিন্তু ওই গোটা এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই । ফলে প্রচুর মানুষের অসুবিধা হয়। যে কারণে আমি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আবেদন করি সেখানে মোবাইল টাওয়ার বসানোর জন্য। আমি মন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি আমার আবেদন মেনে খুব দ্রুত টাওয়ার বসানোর উদ্যোগ নিয়েছেন ।"