পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

48 Hours Sikkim Strike: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম, 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যটকেরা - সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম

অশান্ত সিকিমে আজ থেকে 48 ঘণ্টার ধর্মঘট (48 Hours Sikkim Strike) ৷ যার জেরে সমস্যায় পড়েছেন সেখানে যাওয়া পর্যটকরা ৷ এমনকি শিলিগুড়িতে এসেও হতাশ বহু পর্যটক ৷

48 Hours Sikkim Strike ETV BHARAT
48 Hours Sikkim Strike

By

Published : Feb 4, 2023, 9:47 PM IST

সিকিমে 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যকটরা

দার্জিলিং, 4 ফেব্রুয়ারি: সম্প্রতি সুপ্রিম কোর্ট সিকিমের নেপালিদের নিয়ে একটি পর্যবেক্ষণ করে ৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘‘সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’ ৷’’ আদালতের এই পর্যবেক্ষণের পর রীতিমতো তোলপাড় পাহাড়ি রাজ্য সিকিম ৷ আর এই পর্যবেক্ষণ নিয়েই গত কয়েক দিন ধরে অশান্তির আঁচ সিকিমে ৷ আজ শনিবার ও আগামিকাল রবিবার 48 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট (Sikkim Strike Over Supreme Court Observation on Nepalis) ৷ দলের সভাপতি তথা সিকিমের প্রাক্তন মুখ্য়মন্ত্রী পবন চামলিং এই ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ যার জেরে বিপাকে পড়েছেন পর্যটকরা ৷ ধাক্কা লেগেছে সেখানকার পর্যটন শিল্পের উপর ৷ অধিকাংশ পর্যটক ফিরে যাচ্ছেন সিকিম থেকে ৷

সিকিমের নেপালিদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তপ্ত সেখানকার পরিস্থিতি ৷ ওই পর্যবেক্ষণ সংশোধনের জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সিকিম সরকার ৷ কিন্তু, তার মধ্যেই শনিবার ও রবিবার 48 ঘণ্টার ধর্মঘট চলছে সেখানে ৷ যার প্রভাব সরাসরি পড়েছে সিকিমের পর্যটনে ৷ এই আবহে সিকিম সফর থেকে পিছিয়ে এসেছেন বহু পর্যটক ৷ যাঁরা ইতিমধ্যেই সিকিমে বেড়াতে গিয়েছেন ধর্মঘটের জেরে তাঁরা বিপাকে পড়ছেন ৷ শিলিগুড়িতে সিকিম পরিবহণের বাসস্ট্যান্ডেও ধর্মঘটের প্রভাব স্পষ্ট ৷

যে পরিমাণ গাড়ি প্রতিদিন শিলিগুড়ি ও সিকিমের মধ্যে চলে, তার অর্ধেকও চলছে না ৷ সিকিম থেকে সকালে তিনটে বাস পর্যটক ও নিত্যযাত্রীদের নিয়ে ফিরে এসেছে ৷ কিন্তু, সিকিমের দিকে কোনও বাস যাচ্ছে না ৷ আবার ধর্মঘটের কথা শুনে, অনেকই সিকিমের ট্যুর বাতিল করে দিচ্ছেন ৷ আবার অনেকে চলে যাচ্ছেন দার্জিলিং কিংবা কালিম্পং ৷ তবে, বিপাকে পড়তে হচ্ছে যাঁদের হোটেলে এবং যাতায়াতের জন্য ট্রেন ও বিমানের বুকিং ছিল ৷ এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, সিকিমে যেসব পর্যটকরা রয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:সিকিমের পাকইয়ং বিমানবন্দরে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত স্পাইসজেটের

গাড়িচালক ধীরজ প্রধান বলেন, ‘‘আমরা কিছুটা হলেও উদ্বিগ্ন ৷ যদিও, এখনও সিকিমে আইনশৃঙ্খলার অবনতি হয়নি ৷ দু’দিনের ধর্মঘট রয়েছে ৷ যে কারণে অনেক পর্যটকই যেতে চাইছেন না ৷’’ বাংলাদেশ থেকে আসা এক পর্যটক সঞ্জিতা বলেন, ‘‘বাংলাদেশ থেকে এই প্রথমবার সিকিমে বেড়াতে যাচ্ছিলাম ৷ কিন্তু, ভারতে পৌঁছেই শুনলাম সিকিমে দু’দিনের ধর্মঘট ৷ খুব খারাপ লাগছে ৷ দুর্ভাগ্য বলা যেতে পারে ৷ এখনও কিছু ঠিক করা হয়নি ৷ তবে, ভাবছি দার্জিলিং চলে যাব আমরা ৷’’

ABOUT THE AUTHOR

...view details