পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Red Panda: ফের সুখবর! সিঙ্গালিলা জাতীয় উদ্যানে জন্ম চার রেড পান্ডার

চলতি সপ্তাহে দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হয়েছে স্নো লেপার্ডের ৷ এবার সিঙ্গালিলা জাতীয় উদ্যানে জন্ম নিল দু'জোড়া রেড পান্ডা। স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Darjeeling Red Panda
রেড পান্ডা

By

Published : Aug 12, 2023, 6:56 AM IST

Updated : Aug 12, 2023, 7:35 AM IST

দার্জিলিং, 12 অগস্ট:আবার সুখবর দিল বন দফতর। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে জন্ম নিল দু'জোড়া রেড পান্ডা। খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বন দফতরে। উচ্ছ্বসিত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিপজ্জনক শ্রেণির প্রাণী (শিডিউল 1) হওয়ায় 1990 সাল থেকে কেন্দ্রীয় সরকার রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণের কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচির অধীনেই 2022 সালের 26 ডিসেম্বর নীরা ও তিস্তা নামে তিন বছরের দুই রেড পান্ডাকে রেডিও কলার পরিয়ে তোপকেদাড়া প্রজনন কেন্দ্র থেকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়া হয়।

আর সেই জাতীয় উদ্যানে প্রজনন করে চারটি রেড পান্ডার জন্ম দিয়েছে নীরা ও তিস্তা। চলতি সপ্তাহেই বিষয়টি নজরে আসে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমরা দারুণ খুশি। একদিকে স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছে। অন্যদিকে, রেড পান্ডার জন্ম আলাদা মাত্রা এনে দিয়েছে। শাবকদের উপর নজর রাখতে বলা হয়েছে। পাহাড়ের জঙ্গলে রেড পান্ডা স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এটাই আমাদের লক্ষ্য।"

জানা গিয়েছে, দূর থেকে কোনও রকম সমস্যা না-তৈরি করে ওই চারটি শাবক-সহ মায়েদের উপর নজর রাখছেন বন কর্মীরা। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে এর আগে আরও দু'জোড়া রেড পান্ডা ছাড়া হয়েছে দার্জিলিং চিড়িয়াখানার তরফে। রেড পান্ডা শিডিউল 1 শ্রেণিভুক্ত প্রাণী হওয়ায় তাদের অনেকদিন আগেই সংরক্ষণের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামীতে রেড পান্ডা দিয়ে অন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের থেকে অন্য প্রাণী আদানপ্রদানের চিন্তাভাবনা করছে বন দফতর ও জু অথোরিটি। উল্লেখ্য, চলতি সপ্তাহেই একটি ফুটফুটে স্নো লেপার্ডের জন্ম দিয়েছে 13 বছর 3 মাসের মা জিম্বা। বলতে গেলে চলতি বছরে রেকর্ড সংখ্যক স্নো লেপার্ডের জন্ম হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। নতুন ওই অতিথিদের আগমনে পার্কে পর্যটকের ঢল নামবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন:দার্জিলিং চিড়িয়াখানায় ফের স্নো লেপার্ডের জন্ম, উচ্ছ্বসিত বনমন্ত্রী

Last Updated : Aug 12, 2023, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details