দার্জিলিং, 12 অগস্ট:আবার সুখবর দিল বন দফতর। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে জন্ম নিল দু'জোড়া রেড পান্ডা। খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বন দফতরে। উচ্ছ্বসিত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিপজ্জনক শ্রেণির প্রাণী (শিডিউল 1) হওয়ায় 1990 সাল থেকে কেন্দ্রীয় সরকার রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণের কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচির অধীনেই 2022 সালের 26 ডিসেম্বর নীরা ও তিস্তা নামে তিন বছরের দুই রেড পান্ডাকে রেডিও কলার পরিয়ে তোপকেদাড়া প্রজনন কেন্দ্র থেকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়া হয়।
আর সেই জাতীয় উদ্যানে প্রজনন করে চারটি রেড পান্ডার জন্ম দিয়েছে নীরা ও তিস্তা। চলতি সপ্তাহেই বিষয়টি নজরে আসে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমরা দারুণ খুশি। একদিকে স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছে। অন্যদিকে, রেড পান্ডার জন্ম আলাদা মাত্রা এনে দিয়েছে। শাবকদের উপর নজর রাখতে বলা হয়েছে। পাহাড়ের জঙ্গলে রেড পান্ডা স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এটাই আমাদের লক্ষ্য।"