শিলিগুড়িতে কোরোনায় মৃত আরও 4
শিলিগুড়িতে কোরোনায় মৃত্যু হল 4 জনের । গত 24 ঘন্টায় 112 জন সংক্রমিত হয়েছে ।
শিলিগুড়ি, 17 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হল চারজনের । এর মধ্যে দু'জনের প্রধাননগরের একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে । আর দু'জনের মধ্যে একজনের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনের মৃত্যু হয়েছে মাটিগাড়ার কাওয়াখালির কোরোনা হাসপাতালে।
মৃতদের মধ্যে একজন শিলিগুড়ির, একজন বিহারের, একজন শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার ও আর একজন কার্শিয়ঙের বাসিন্দা।
গত 24 ঘন্টায় 112 জন সংক্রমিত হয়েছেন । তাঁদের মধ্যে রয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপায়ন রায় । আক্রান্ত হয়েছেন টেবিল টেনিস কোচ অমিত দাম । এছাড়াও দুই দমকলকর্মীও কোরোনায় আক্রান্ত ।
দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, "শিলিগুড়ি শহরে নতুন করে আবার লকডাউন জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ কমবে বলে আমরা আশা করছি । পাশাপাশি কোনও কোনও এলাকায় আক্রান্তদের খোঁজ মিলছে তাও লক্ষ্য রাখা হচ্ছে । বাসিন্দাদের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া কেউ অযথা রাস্তায় বের হবেন না । আশা করছি, আক্রান্তের হার দ্রুত কমবে শিলিগুড়িতে।"