পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের সদস্যসহ কোরোনায় আক্রান্ত 32 - শিলিগুড়ি কোরোনা

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত পৌর প্রশাসক বোর্ডের এক সদস্য । অপরদিকে, শিলিগুড়ি মহকুমায় নতুন করে কোরোনা আক্রান্ত আরও 32 জন।

32 person tested corona positive in Siliguri
32 person tested corona positive in Siliguri

By

Published : Jun 22, 2020, 4:56 AM IST

শিলিগুড়ি, 22 জুনঃ শিলিগুড়ি মহকুমায় নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 32 জন। এর মধ্যে শুধু শিলিগুড়িতেই আক্রান্ত 24 জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত পৌর প্রশাসক বোর্ডের এক সদস্য ।

BOA চেয়ারম্যান অশোক ভট্টাচার্য আক্রান্ত হওয়ার পর গতকালই আরও তিন কর্মী সংক্রমিত হয়েছিলেন। এবার পৌর প্রশাসক বোর্ডের সদস্য আক্রান্ত হলেন। একই সঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমের দুই চিত্র সাংবাদিক কোরোনায় আক্রান্ত হয়েছেন।

শিলিগুড়িতে 14, 5, 33, 4 নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত আছেন। এছাড়া খালপাড়া, হায়দরপাড়া, টিকিয়াপাড়া, দেবাশিস কলোনি, ক্ষুদিরাম পল্লি, সুভষপল্লি, চম্পাসারীসহ বিভিন্ন এলাকায় আরও 20 আক্রান্তের খোঁজ মিলেছে। শিলিগুড়ি শহর বাদে আরও 8 আক্রান্তের খোঁজ মিলেছে মহকুমা এলাকাতেও। এর মধ্যে মাটিগাড়ায় 7 আক্রান্তের খোঁজ মিলেছে।

ABOUT THE AUTHOR

...view details