শিলিগুড়ি, 30 জুলাই : টাকা দিলেই পাওয়া যাচ্ছে সরকারি চাকরির নিয়োগপত্র ৷ পুলিশ কর্তাদের অনুমান, উত্তরবঙ্গের একটি জেলা থেকে এই চক্র চলছে ৷ গতকাল জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
গতকাল দুপুরে দু'জন যুবক দমকল বিভাগে কাজে যোগ দিতে আসে ৷ তাদের সঙ্গে এসেছিল এক সহযোগী ৷ বিভাগে হাজির হয়ে তারা নিয়োগপত্র দেখান ৷ নিয়োগপত্র দেখে দমকল কর্তাদের সন্দেহ হয় ৷ তাঁরা যোগাযোগ করেন নবান্নে ৷ জানা যায়, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ দেওয়া হয়নি নিয়োগপত্রও ৷ এরপর গতকাল বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ রাতে দমকলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷