শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি :ফের বড়সড় সাফল্য পেল পুলিশ । বুধবার গভীর রাতে খবর পেয়ে অভিযান চালিয়ে 250 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ । গ্রেফতার হয়েছে দুই পাচারকারী ।
শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের গান্ধিমোড় থেকে 250 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় । গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে । একটি দশ চাকার ট্রাকের ভিতর থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে । প্রথমে পাচারে ব্যবহৃত লরিটি আটক করে পুলিশ এবং তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর গাঁজা । ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । ধৃতদের নাম রমেশ কুমার, শিবু প্রাসাদ বাসফোর ।