শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে থাকা এক নাবালিকাকে খুনের ঘটনা নিয়ে শর্টফিল্ম বানানোয় গ্রেফতার হতে হল দুই জন ইউটিউবার । মঙ্গলবার রাতে ওই দুই ইউটিউবারকে আশিঘর এলাকা থেকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃত দুই ইউটিউবারকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
জানা গিয়েছে, নারী শক্তি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু'জনের নাম পলাশ সাহা, হৃদয় বর্মন । দু'জনেই আশিঘর এলাকার বাসিন্দা । গত মাসে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকা এক স্কুলছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে । ওই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল ।
আরও পড়ুন:বিনা টিকিটে মেট্রো চড়ে বিপাকে বিদেশি ইউটিউবার, ক্ষোভ প্রকাশ কর্তৃপক্ষের
সোশাল মিডিয়া থেকে টাকা উপার্জন করতে ওই নাবালিকা স্কুলছাত্রীর নাম, অভিযুক্তের নাম-সহ ঘটনার বাস্তব ছবি ব্যবহার করা হয় শর্টফিল্মে । এরপরই ভিডিয়োটি নারীশক্তি নামে ওই সংগঠনের নজরে আসে । বিষয়টি নিয়ে তারা প্রথমে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে । পরে চলতি মাসের 26 সেপ্টেম্বর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে । সেই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ির আশিঘর থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ । এরপর তাদের সাইবার ক্রাইম থানার কাছে হস্তান্তর করা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নারী শক্তি সংগঠনের আহ্বায়ক প্রতিমা জোশি বলেন, "ওই অমানবিক ঘটনাকে নিয়ে যে শর্টফিল্ম বানানো হয়েছে তা সত্যিই খুব ন্যক্কারজনক । শেষে নাবালিকার ও অভিযুক্তদের আসল ছবি দেখানো হয়েছে । সে জন্য আমরা অভিযোগ দায়ের করতে বাধ্য হই ।"