পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনার 25 কেজি বারসহ শিলিগুড়িতে গ্রেপ্তার মহারাষ্ট্রের 2

সোনাসহ শিলিগুড়িতে গ্রেপ্তার 2 যুবক

সোনা সহ শিলিগুড়িতে গ্রেপ্তার ২ যুবক
সোনা সহ শিলিগুড়িতে গ্রেপ্তার ২ যুবক

By

Published : Feb 20, 2021, 6:47 PM IST

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি : জ্যাকেটে করে সোনা পাচারের ছক বানচাল করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার মহারাষ্ট্রর 2 বাসিন্দা। তাদের নাম অক্ষয় শাহাজি শিরকান্ডে ও ঋষিকেশ সাঝেরাও গৌরব। উদ্ধার প্রায় 25 কেজি সোনার বার। ঘটনাটি শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায়। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

গতকাল মাঝরাতে শিলিগুড়ির বর্ধমান রোডে অভিযান চালান ডিআরআইয়ের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। অক্ষয় ও ঋষিকেশ কোচবিহার থেকে বাসে করে শিলিগুড়ি পৌঁছাতেই অভিযান চালায় ডিআরআই৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ইন্দো-মায়ানমারের 'মোরেহ' সীমান্ত দিয়ে সোনার বাট ভারতে ঢোকে। এরপর সেখান থেকে অসম হয়ে সড়কপথে ওই সোনার বিস্কুট উত্তরবঙ্গে পৌঁছায়। তারপর তা দিল্লিতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। সোনার বাঁট ছাড়াও ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 150 টি 166 গ্রামের সোনার বিস্কুট। যার বাজারমূল্য 11 কোটি 56 লাখ 85 হাজার টাকা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details