পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনায় মৃত আরও 2 - শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত

শিলিগুড়িতে দুই কোরোনায় আক্রান্তের মৃত্যু । অন্যদিকে এক কর্মী সংক্রমিত হওয়ায় বন্ধ করে দেওয়া হল মাটিগাড়া BDO অফিস ।

2 died in siliguri
2 died in siliguri

By

Published : Jul 20, 2020, 3:23 AM IST

শিলিগুড়ি, 20 জুলাই : শিলিগুড়িতে কোরোনায় মৃত্যু আরও 2 জনের । আক্রান্ত 29 জন । এদিকে এক কর্মী সংক্রমিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে মাটিগাড়া BDO অফিস । মাটিগাড়ার BDO রুণু রায় জানান, একটি প্রকল্পের এক কর্মী আক্রান্ত হওয়ায় আগামী 7 দিন অফিস বন্ধ থাকবে ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিলিগুড়িতে মৃতদের মধ্যে একজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের RICU-তে মারা গেছেন । তাঁর বাড় শিলিগুড়ি শহরে । এছাড়া মাটিগাড়া কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে আরেকজনের ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধকারিক প্রলয় আচার্য জানান, "আক্রান্তের হার কিছুটা কমেছে । আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি । যে দু'জনের মৃত্যু হয়েছে, তাঁদের বয়স 50-এর বেশি । তাঁদের অন্য রোগ ছিল । মৃত্যুর কারণ খতিয়ে দেখছি ।"

ABOUT THE AUTHOR

...view details