পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিতাবাঘ হত্যা করে চামড়া পাচারের চেষ্টা, ধৃত 2 - leopard

লোহার রড দিয়ে চিতাবাঘকে পিটিয়ে হত্যা করে চামড়া পাচার করার পরিকল্পনা ছিল । কিন্তু, শেষরক্ষা হল না । গোপন সূত্রের খবর পেয়ে দু'জন পাচারকারীরে গ্রেপ্তার করল দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ।

চিতাবাঘ হত্যা করে চামড়া পাচারের চেষ্টা, ধৃত 2

By

Published : Jul 22, 2019, 10:20 AM IST

শিলিগুড়ি , 22 জুলাই : লোহার রড দিয়ে চিতাবাঘকে পিটিয়ে হত্যা করে তার চামড়া পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী ৷ দার্জিলিঙের সুখিয়া ব্লকের রাংবং এলাকার ঘটনা ৷ ধৃতদের নাম প্রাণেশ সুব্বা (27) ও আনন্দ তামাং (23) । প্রাণেশ সুব্বা স্থানীয় রামজি বস্তির এবং আনন্দ রাংবাং বস্তির বাসিন্দা । আজ তাদের দার্জিলিং আদালতে তোলা হবে ৷

গতকাল সুখিয়া ব্লকের রাংবং এলাকা থেকে এই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের কর্মীরা । পুলিশ সূত্রে খবর, চার মাস আগে ভারত-নেপাল সীমান্ত লাগোয়া রাংবং এলাকায় লোহার রড দিয়ে একটি স্ত্রী চিতাবাঘকে পিটিয়ে হত্যা করে তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয় । এরপর চামড়াহীন চিতাবাঘের দেহটি রাংবং নদীর চরে পুঁতে রাখা হয় । গতকাল সেই চামড়া পাচার করতে যাচ্ছিল ওই দুই অভিযুক্ত ৷ খবর পেয়ে তাদের বন্যপ্রাণী আইনে গ্রেপ্তার করে পুলিশ ৷

এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার জেরে ওই এলাকা সহ জোরবাংলো এলাকায় সচেতনতা বাড়াতে তৎপর হয়েছে বন দপ্তর । এমন কোনও ঘটনা কারও নজরে এলে তৎক্ষণাৎ বন দপ্তরে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details