পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snake Venom Recovered: বেলজিয়ামের জারে 2.5 কোটি টাকার সাপের বিষ পাচারের চেষ্টা, গ্রেফতার 2 - Siliguri News

বেলজিয়ামের বুলেটপ্রুফ জারে আড়াই কোটি টাকার সাপের বিষ (Snake Venom Recovered) পাচারের চেষ্টা রুখে দিল বন দফতর (Siliguri News)৷ শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে ৷

snake venom smugglers ETV Bharat
গ্রেফতার সাপের বিষ পাচারকারী

By

Published : Dec 30, 2022, 7:54 PM IST

Updated : Dec 30, 2022, 8:12 PM IST

শিলিগুড়ি, 30 ডিসেম্বর: নেপালে পাচারের আগে ফের কয়েক কোটি টাকার সাপের বিষ (Snake Venom Recovered) উদ্ধার হল শিলিগুড়িতে ৷ গ্রেফতার করা হয়েছে দু জনকে । সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং বন দফতরের যৌথ অভিযানে ওই সাপের বিষ উদ্ধার হয় । বেলজিয়ামের গ্লাসে তৈরি বিশেষ জারে কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ছিল (Siliguri News)। বুলেট প্রুফ ওই জারে বিষ ভর্তি করে পাচারের যে ছক কষা হয়েছিল তা ভেস্তে দেয় বন দফতর ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত কালিমুদ্দিন আনসারি ইসলামপুরের ক্ষুদিরামপল্লি এবং জুবায়ের খান অন্ধ্রপ্রদেশের বাসিন্দা । মনে করা হচ্ছে, কাঁচের জারে ভর্তি করে সাপের বিষ বাংলাদেশ থেকে ভারতের মালদা হয়ে নেপালে পাচার করার পরিকল্পনা ছিল । উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা ।

আরও পড়ুন:জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে 13 কোটির সাপের বিষ উদ্ধার

কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জ, রানিডাঙ্গা 41 নম্বর ব্যাটালিয়নের এসএসবি জওয়ান এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ব্যুরো গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝরাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন মুরালিগঞ্জ এলাকা থেকে একটি মোটরবাইক আটক করে । তাতে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে সাপের বিষভর্তি জার উদ্ধার হয় । কার্শিয়াংয়ের এডিএফও ভূপেন বিশ্বকর্মা জানান, "ধৃতদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে । মালদা থেকে সাপের বিষ আনা হয়েছিল । এই চক্রে আর কারা জড়িত তা জানতে বনদফতর তদন্ত চালাচ্ছে ।"

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার সাপের বিষ উদ্ধার হয়েছে বন দফতরের অভিযানে । মূলত নেপাল থেকে ওই সাপের বিষ চিনে পাচার হয়ে থাকে । চিনের কালোবাজারে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে ।

আরও পড়ুন:সাপের বিষ পাচারচক্রেও জড়িত ছিল রবি মুর্মু

Last Updated : Dec 30, 2022, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details