শিলিগুড়ি, 30 ডিসেম্বর: নেপালে পাচারের আগে ফের কয়েক কোটি টাকার সাপের বিষ (Snake Venom Recovered) উদ্ধার হল শিলিগুড়িতে ৷ গ্রেফতার করা হয়েছে দু জনকে । সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং বন দফতরের যৌথ অভিযানে ওই সাপের বিষ উদ্ধার হয় । বেলজিয়ামের গ্লাসে তৈরি বিশেষ জারে কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ছিল (Siliguri News)। বুলেট প্রুফ ওই জারে বিষ ভর্তি করে পাচারের যে ছক কষা হয়েছিল তা ভেস্তে দেয় বন দফতর ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত কালিমুদ্দিন আনসারি ইসলামপুরের ক্ষুদিরামপল্লি এবং জুবায়ের খান অন্ধ্রপ্রদেশের বাসিন্দা । মনে করা হচ্ছে, কাঁচের জারে ভর্তি করে সাপের বিষ বাংলাদেশ থেকে ভারতের মালদা হয়ে নেপালে পাচার করার পরিকল্পনা ছিল । উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা ।
আরও পড়ুন:জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে 13 কোটির সাপের বিষ উদ্ধার