পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যাম্বুলেন্স-ন্যানোর সংঘর্ষে মৃত 2, আহত 7 - road

শিলিগুড়ির বাগডোগরা এলাকায় অ্যাম্বুলেন্স ও ন্যানোর সংঘর্ষে মৃত দুই এবং আহত সাত ।

অ্যাম্বুলেন্স ও ন্যানোর সংঘর্ষ

By

Published : May 2, 2019, 10:06 AM IST

শিলিগুড়ি, 2 মে : অ্যাম্বুলেন্স ও ন্যানোর সংঘর্ষে মৃত দুই এবং আহত সাত । দুর্ঘটনাটি শিলিগুড়ির বাগডোগরা এলাকার ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকা থেকে ঘোষপুকুর হয়ে একটি অ্যাম্বুলেন্স বাগডোগরা পৌঁছে ফ্লাইওভারে উঠে বিপরীত লেন ধরে দ্রুত গতিতে এগোতে থাকে । অন্যদিকে নকশালবাড়ির অভিমুখে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ন্যানো গাড়ি । সেইসময় স্টেশন মোড়ের কাছে এই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় মারা যান রাহুল বিশ্বাস ও বাপ্পা বর্মণ ।

দুর্ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details