পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women Trafficking in Siliguri : প্রেম-বিয়ের পর্ব সেরেই নিষিদ্ধপল্লিতে বিক্রি ! পুলিশের জালে দুই - 2 arrested in connection to alleged women trafficking in siliguri

নারী পাচারচক্রের দুই চক্রীকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ (2 arrested in siliguri for Women Trafficking) ৷ কমপক্ষে 15 জনকে পাচারের অভিযোগ ৷

Siliguri Women Trafficking
শিলিগুড়িতে ধৃত দুই নারী পাচারকারী

By

Published : May 9, 2022, 9:23 PM IST

শিলিগুড়ি, 9 মে: ভুয়ো পরিচয় দিয়ে প্রথমে প্রেম । তারপর বিয়ে । আর বিয়ে হয়ে গেলেই শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার নাম করে নিষিদ্ধপল্লিতে বিক্রি ! এমনভাবেই একের পর এক নারী পাচার করে চলছিল ভিন রাজ্যের এক যুবক । কিন্তু শেষমেশ রক্ষা হল না । অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও ভক্তিনগর থানার পুলিশ (2 arrested in siliguri for Women Trafficking) । ধৃতের নাম রাহুল সরকার ওরফে রাজু ওরফে সাফিজুল ইসলাম । সে অসমের কোকরাঝারের গোসাঁইগাওয়ের বাসিন্দা । ধৃত অপর যুবকের নাম উত্তম সূত্রধর ৷

আরও পড়ুন : ফোন করায় বকাবকি, মেয়ের প্রেমিকের বন্ধুর মারে মৃত্যু ব্যক্তির

ধৃত দুই যুবককে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এরকমভাবে প্রেম ও বিয়ের ফাঁদ পেতে কমপক্ষে 15 জন মহিলাকে পাচার করেছে তারা ৷ এই তালিকায় রয়েছে শিলিগুড়ির 3 জন মহিলা ৷ যদিও পরে তাঁদের উদ্ধার করতে পেরেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ভক্তিনগর থানায় দায়ের হওয়া ধর্ষণ এবং অপহরণের অভিযোগের সূত্র ধরে তদন্ত শুরু হতেই এই চক্রের কথা জানা যায় ৷ শিলিগুড়ি মহিলা থানাতেও মূল অভিযুক্ত রাহুল সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

শিলিগুড়ি পুলিশের জালে দুই নারী পাচারকারী

তদন্তে নেমে বিভিন্ন সূত্রে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ ৷ তৈরি করা হয় মূল অভিযুক্তের স্কেচ । বসানো হয় টেকনিকাল সার্ভাইলেন্স । অবশেষে চলতি 6 মে বাগডোগরা থানা এলাকা থেকে এসওজির সহযোগিতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত রাহুলকে । ধৃতের বিরুদ্ধে মেটেলি থানা ও জলপাইগুড়ি থানাতেও একই অভিযোগ মিলেছে । সেইসব অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি (ইস্ট) শুভেন্দ্র কুমার জানিয়েছেন, "অভিযুক্তকে রিমান্ডে নিয়ে তদন্ত চলছে । মূল অভিযুক্তের বিরুদ্ধে ভক্তিনগর থানা, শিলিগুড়ি মহিলা থানা-সহ জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন মেটেলি এবং হলদিবাড়ি থানাতেও অভিযোগ রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details