দার্জিলিং, 26 অক্টোবর: বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ । এই ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ । বুধবার রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজন মহিলাকে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম রীতা দে চৌধুরী এবং শচীন ভগৎ । শিলিগুড়ি পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দা রীতা দে চৌধুরী । শচীন মাটিগাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে । বুধবার রাতে ধৃত মহিলার বাড়ি থেকেই ওই পাঁচ মহিলাকে উদ্ধার করে পুলিশ ।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রীতা তাঁর বাড়িতে দেহব্যবসার কারবার চালাচ্ছিলেন । বেশ কিছুদিন আগেও রীতার বাড়িতে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগ তুলে পানিট্যাংকি ফাঁড়িতে স্মারকলিপি দিয়েছিলেন এলাকাবাসীরা । বুধবার রাতে ফের এলাকাবাসীরা ওই বাড়িতে বেশ কয়েকজন বহিরাগতকে যাতায়াত করতে দেখেন । তারপরেই তাঁরা খবর দেন পুলিশকে । এরপরই রীতার বাড়িতে হানা দিতে বেরিয়ে আসে আসল সত্য । গ্রেফতার করা হয় ওই দুজনকে । ধৃত দুজনকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ।