শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে । তারপরেই ক্ষোভ কমছে না সরকারি কর্মীদের একটা অংশের । আন্দোলনও শুরু করেছেন ৷ এবার দাবিমতো ডিএ না-মেটার ক্ষোভে রাজ্যের শাসকদল পরিচালিত শিক্ষক সংগঠন থেকে পদত্যাগ করলেন একাধিক শিক্ষক-শিক্ষিকারা । শুধুমাত্র একটি স্কুল থেকেই পদত্যাগ করেছেন 14 জন শিক্ষক-শিক্ষিকা (14 teachers from same School resigned from WBTSTA) । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে ।
বৃহস্পতিবার সকালে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন (West Bengal Trinamool Teachers Association) থেকে পদত্যাগ করে একটি গণস্বাক্ষর সম্বলিত পদত্যাগ পত্র জমা করেছেন বিক্ষুব্ধরা । জানা গিয়েছে, শিলিগুড়ি দেশবন্ধু হিন্দি হাইস্কুলে পড়ুয়ার সংখ্যা 2500 । বর্তমানে 28 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । তার মধ্যে 14 জন শিক্ষক-শিক্ষিকা শিক্ষক সংগঠন থেকে পদত্যাগ করেছেন । শিক্ষকদের ওই পদক্ষেপের পরেই অস্বস্তিতে শাসক শিবির । পদত্যাগের পাশাপাশি ডিএ নিয়ে নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিষয়ে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক-শিক্ষিকারা। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শিক্ষক-শিক্ষিকারা এখনও সংগঠনের সঙ্গেই রয়েছেন ।
রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন অব্যাহত । রাজ্য সরকারের বাজেটে 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পরও আন্দোলনে অনড় সরকারি কর্মচারী সংগঠনের কর্মীরা । উলটে দু'দিনের সম্পূর্ণ কর্ম বিরতির ডাক দিয়েছেন তারা । এর আগেও শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে থাকা স্বত্ত্বেও কর্মবিরতি পালন করেছিলেন । বারবার দলে থেকে ডিএ'র দাবিতে কর্মীদের এই কাজে অস্বস্তিতে শাসকদল ।