পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিকিম থেকে রাজ্যে ফিরল শতাধিক শ্রমিক - migrant labourers stuck in sikkim

আজ সিকিম থেকে 137 জন রাজ্যে ফিরেছেন। বাংলা-সিকিম সীমান্তের রংপোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। থার্মাল স্ক্রিনিংয়ের পর গন্তব্যে রওনা দিয়েছন তাঁরা ।

ছবি
ছবি

By

Published : May 13, 2020, 8:58 PM IST

দার্জিলিং, 13 মে : লকডাউনের জেরে সিকিমে আটকে পড়েছিলেন বহু শ্রমিক । এবার রাজ্য প্রশাসনের সহযোগিতায় তাঁদের ফেরানো শুরু করল GTA । আজ থেকেই এই কাজ শুরু হয়েছে বলে জানান GTA-র চেয়ারম্যান অনিত থাপা । আজ রাজ্যে 137 জন শ্রমিক ফিরেছেন । ধীরে ধীরে আরও শ্রমিককে ফেরানো হবে বলে জানিয়েছেন তিনি ।

কোরোনার জেরে দেশে তৃতীয় দফায় লকডাউন চলছে । এই পরিস্থিতিতে রাজ্যের কয়েকশো শ্রমিক সিকিমে আটকে পড়েছেন। প্রায় দেড় মাস কাজ নেই । সঞ্চিত অর্থও প্রায় শেষ । তাই বিপাকে পড়েছেন তাঁরা । বাড়িতে ফেরা ছাড়া এখন আর কোনও বিকল্প নেই তাঁদের কাছে । ইতিমধ্যেই সিকিম ও রাজ্যে প্রশাসনের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন তাঁরা । সেই আবেদনে সাড়া দিয়ে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে । এবিষয়ে GTA-র চেয়ারম্যান অনিত থাপা জানান, আজ 137 জন পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফেরানো হয়েছে । এখন এই প্রক্রিয়া চলবে ।

অনিত থাপা বলেন, "সিকিমে কাজে গিয়ে রাজ্যের বহু মানুষ আটকে পড়েছেন । তাঁদের মধ্যে দার্জিলিং,কালিম্পং, কার্সিয়াং ও শিলিগুড়ি সহ সমতলের লোকজনও রয়েছেন। আজ থেকে তাঁদের বাসে করে ফেরানোর কাজ শুরু হয়েছে । আজ বাংলা-সিকিম সীমান্তের রংপোতে দার্জিলিং ও কালিম্পং জেলার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ওই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। থার্মাল স্ক্রিনিংয়ের পর নির্দিষ্ট গন্তব্যস্থানের বাসে করে রওনা দিয়েছেন তাঁরা ।"

ABOUT THE AUTHOR

...view details