পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ধ্রপ্রদেশে আটকে পড়া 110 জন পড়ুয়া ফিরলেন দার্জিলিঙে - anit thapa

লকডাউনের কারণে দার্জিলিঙের 110 জন পড়ুয়া আটকে পড়েছিলেন অন্ধ্রপ্রদেশে । গতকাল তাঁরা ফেরেন । বর্তমানে প্রত্যেকেই রয়েছেন কোয়ারানটিন সেন্টারে । নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর তাঁরা নিজেদের বাড়ি যেতে পারবেন ।

ছবি
ছবি

By

Published : May 18, 2020, 10:48 AM IST

দার্জিলিং, 18 মে : লকডাউনের জেরে অন্ধ্রপ্রদেশে আটকে পড়া 110 জন পড়ুয়া ফিরলেন দার্জিলিঙে । তাঁদের গোর্খা রঙ্গমঞ্চ ভবনে রাখা হয়েছে । শনিবার ওই পড়ুয়ারা বাসে করে প্রথমে শিলিগুড়ি পৌঁছান । এরপর গতকাল তাঁদের দার্জিলিঙে আনা হয় । ফেরার পথে শিমূলবাড়িতে তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয় । সংগ্রহ করা হয় সোয়াব নমুনাও ।



GTA চেয়ারম্যান অনিত থাপা বলেন, " দার্জিলিঙের এই পড়ুয়ারা অন্ধ্রপ্রদেশে পড়াশোনার জন্য গেছিলেন । লকডাউনের কারণে তাঁরা সেখানে আটকে পড়েন । ফলে, তাঁদের বাড়ির সদস্যরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন । ফেরত আসা প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । বর্তমানে তাঁরা কোয়ারানটিন সেন্টারে রয়েছেন । সোয়াব টেস্টের রিপোর্ট আসার পর তাঁরা নিজেদের বাড়ি ফিরতে পারবেন । রিপোর্ট নেগেটিভ হলেও 14 দিনের জন্য তাঁরা হোম কোয়ারানটিনে থাকবেন ।"

কিন্তু এতদিন পরে হলেও অবশেষে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা । আর এজন্য GTA চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details