মধ্যরাতে নকশালবাড়ির বাজারে আগুন দার্জিলিং, 16 অক্টোবর: নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত কমপক্ষে 10টি দোকান। রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ওই অগ্নিকাণ্ডের ফলে অন্তত 1 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা।
পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে আচমকা নকশালবাড়ি বাজারের একটি মুদির দোকান থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে আশেপাশের বেশ কয়েকটি দোকান। মুদির দোকানের পাশে থাকা দরজির দোকান, দুটি হোটেল, কাপড়ের দোকান-সহ মোট 10টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও দমকল। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় দমকলের ছয়টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা রীতিমতো সমস্যায় পড়েন ৷ দোকানের ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান ৷ কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকটি দোকান আগুনে পুড়ে যায় ৷ এর মধ্যে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে ৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেও আগুন লাগতে পারে বলে অনুমান ৷ এই ঘটনায় মামলা দায়ের করে আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ৷ দিনেরবেলা আগুন লাগলে আরও ক্ষতি হতে পারত বলে মনে করছে পুলিশ ৷ দুর্গাপুজোকে কেন্দ্র করে দিনের বেলা ভিড় বেশি থাকে বাজারে ৷
তবে স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিটের ফলেই ওই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল । এদিকে খবর পেয়েই রাতে ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ অন্যরা। পুজোর মুখে এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সভাধিপতি ও পাপিয়া ঘোষ। তবে রাতের এই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ পুজোর মুখেই এই ধরনের ঘটনায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৷
আরও পড়ুন : হাওড়ার তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন