শিলিগুড়ি, 15 অগাস্ট : কোরোনার থাবায় শিলিগুড়িতে একদিনে রেকর্ড মৃত্যু । 24 ঘণ্টায় চিকিৎসাধীন 10 আক্রান্তের মৃত্যু হয়েছে । কোরোনা উপসর্গ নিয়ে ভরতি আরও একজনের মৃত্যু হয়েছে । তবে শুক্রবার রাত পর্যন্ত তাঁর রিপোর্ট আসেনি । এর আগে একসঙ্গে এত সংক্রমিতের মৃত্যু হয়নি শিলিগুড়িতে ।
কয়েকদিন আগে শিলিগুড়িতে নয়জন সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছিল । কিন্তু শুক্রবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত দশজন শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিলেন । দশজনের মধ্যে ছয়জন কাওয়াখালি COVID হাসপাতাল, তিনজন মাটিগাড়া COVID হাসপাতাল এবং দু'জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গিয়েছেন ।
কোচবিহারের মাথাভাঙার এক বৃদ্ধ এবং ঘুঘুমারির এক ব্যক্তি, উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক প্রবীণ, শিলিগুড়ি পৌরনিগমের 15 ও 20 নম্বর ওয়ার্ডের দুই বৃদ্ধা এবং শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার এক বৃদ্ধ কাওয়াখালি COVID হাসপাতালে মারা গিয়েছেন । পাশাপাশি জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির মানাবাড়ি বস্তির এক বৃদ্ধ, কিষানগঞ্জের এক ব্যক্তি ও 17 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির মৃত্যু হয়েছে মাটিগাড়ার COVID হাসপাতালে ।