পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিম্পং থেকে 6 জনকে আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

কালিম্পং থেকে ছ'জনকে আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ।

By

Published : Apr 3, 2020, 5:36 PM IST

10 corona infected patients are being moved to north bengal medical college, siliguri
কোরোনা ভাইরাস টেস্ট রিপোর্ট

শিলিগুড়ি, 3 এপ্রিল : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ ইতিমধ্যেই কালিম্পঙের আরও 6 জনের দেহে COVID - 19 ভাইরাসের খোঁজ মিলেছে বলে খবর ৷ তাঁদের কালিম্পং থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷

আক্রান্তরা কালিম্পঙের যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর বা তাঁর আত্মীয়দের সংস্পর্শে এসেছিলেন । বুধবার 4 জনের দেহে ফার্স্ট স্ক্রিনিং করা হয়েছিল ৷ প্রাথমিক রিপোর্টে সংক্রমণের ইঙ্গিত পাওয়া যায় ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল

তবে, কালিম্পঙের যে চিকিৎসকের কাছে এক মহিলা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তিনি হোম কোয়রান্টাইনে রয়েছেন । মহিলার আত্মীয় এবং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, এমন 27 জনকে এখনও পর্যন্ত কোয়রান্টাইনে রাখা হয়েছে । তাঁদের একাংশের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 6 জনের নমুনার ফার্স্ট স্ক্রিনিংয়ে পজ়িটিভ এসেছে ৷ প্রাথমিকভাবে স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে । ওই আক্রান্তরাও কালিম্পঙে আছেন । সেখান থেকে তাঁদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details