পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনের চাল পাচারের অভিযোগে আটক ব্যক্তি - শিলিগুড়ি

রেশনের চাল পাচারের অভিযোগে আটক এক ব্যক্তি। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ আটক করে ওই ব্যক্তিকে।

1 person arrested for smuggling ration rice
1 person arrested for smuggling ration rice

By

Published : Jun 9, 2020, 8:37 PM IST

শিলিগুড়ি, 9জুন : রেশনের চাল পাচারের অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় এক ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৭ কুইন্টাল চাল। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির গাড়িও।

আজ বিকেলে প্রধাননগর এলাকা হয়ে চম্পাশরীর দিকে রওনা দিয়েছিল একটি ছোটো মালবাহী গাড়ি। যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি মাঝপথে থমকে দাঁড়ায়। সেসময় স্থানীয়দের নজরে আসে ওই গাড়িতে একাধিক বস্তা ভরতি চাল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। অসংগতি মিলতেই প্রধাননগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে চাল ও গাড়ি বাজেয়াপ্ত করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি জেলার পাগলারহাট এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তি।

ABOUT THE AUTHOR

...view details