পতিরাম, 25 মার্চ: নদীর জলে ঝাঁপ দিল কিশোর ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকায় ৷ এখানে আত্রেয়ী নদীর ব্রিজ থেকে কিশোর জলে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে ৷ আজ ভোররাতে তার ঠাকুরদার মৃত্যু হয় ৷ আর তারপরেই এই দুর্ঘটনা ৷ তাই পুলিশ ও স্থানীয়দের অনুমান, ঠাকুরদার বিচ্ছেদ সহ্য করতে পারেনি নাতি ৷ বৃদ্ধের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার পথে নদীতে ঝাঁপ দিল কিশোর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার পুলিশ বাহিনী ৷ জেলা প্রশাসনের ডুবরির দল সহ উদ্ধারকারীরা জলে নামে ৷ তবে এখন পর্যন্ত কিশোরের কোনও হদিশ মেলেনি (Student jumps into the Atrai River in South Dinajpur) ৷
সূত্রে জানা গিয়েছে, কিশোরের নাম বিট্টু সরকার ৷ বয়স প্রায় 17 বছর ৷ 7-8 বছর আগে ওই কিশোরের বাবা দুর্ঘটনায় মারা যায় ৷ এরপর থেকে সে তার মায়ের সঙ্গে পতিরাম সাহাপাড়া এলাকায় থাকত ৷ এদিন ভোররাতে ওই কিশোরের ঠাকুরদার মৃত্যু হয় ৷ বাড়ির অন্যরা কিশোরের ঠাকুরদাদাকে শেষকৃত্যের জন্য শ্মশানের পথে রওনা দেয় ৷ সেই সময় কিশোর আত্রেয়ী নদীর ব্রিজ থেকে জলে ঝাঁপ দেয় ৷ তাতেই সন্দেহ যে, সে ঠাকুরদার এই মৃত্যুর শোকে নদীতে ঝাঁপ দিয়েছে ৷ তবে, ওই কিশোর যে তাঁর ঠাকুরদার মৃত্যুর কারণেই শোকে এই চেষ্টা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার ৷