পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস

Youth Dies by Suicide: গলায় দড়ি দেওয়ার নাটক যে এভাবে সফল হয়ে যাবে তা কেউই ভাবতে পারেনি ৷ প্রতিবারই আত্মহত্যার হুমকি দিয়ে 16 বারে সত্যিই ফাঁস লেগে গেল ৷ তাতেই মৃত্যু হল 22 বছরের যুবকের ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:47 PM IST

Updated : Nov 22, 2023, 9:03 PM IST

মৃতের দাদার বক্তব্য

বুনিয়াদপুর, 22 নভেম্বর: রাখাল বালকের পালে বাঘ পড়ার গল্প মনে আছে ? প্রতিদিন বাঘ পড়ার গল্প ফেঁদে মজা নেওয়ার সেই পুরনো কাহিনি ৷ তারপর যেদিন সত্যিই বাঘ পড়ল সেদিন আর কেউ এল না ৷ সবাই ভাবল এদিনও বোধহয় রাখাল মজা করছে ৷ এই গল্পেরই অনুরূপ ঘটনার সাক্ষী দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বড়াইল বুড়িতলায় ৷

মনের মতো কিছু না হলেই আত্মহত্যার হুমকি দিতেন এই যুবক ৷ হাতে দড়ি কিংবা অন্য কিছু নিয়ে দৌড়তেন গলায় ফাঁস দিতে ৷ প্রতিবারই কেউ না কেউ তাঁকে আটকাতেন ৷ অভিনয়ের পর তাঁর মন বুঝে চলতেন বাড়ির সবাই ৷ সম্ভবত সেই কারণেই বিষয়টিকে হাতিয়ার করে ফেলেছিলেন তিনি ৷ তাঁর এমন অভিনয় গা সওয়া হয়ে গিয়েছিল পরিবার-সহ এলাকাবাসীরও ৷ তাই সোমবার বিকেলে যখন সবার সামনেই তিনি হাতে ধুতি পাকাচ্ছিলেন, তখন বাড়ির কেউ গা করেনি ৷ এমনকি তাঁর স্ত্রীও কোনও গুরুত্ব দেননি ৷ একসময় ঘরের ছাদের হুক থেকে ঝুলে পড়েন তিনি ৷ কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসে তাঁর স্ত্রীর ৷ বাড়ির লোকজন ধুতি কেটে তড়িঘড়ি তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

মৃত যুবক কার্তিক পাহান বুনিয়াদপুর এফসিআই গোডাউনে শ্রমিকের কাজ করতেন ৷ বাবা অর্জুন পাহানও পেশায় শ্রমিক ৷ প্রেম করে বছর দু'য়েক আগে বোল্লার সুস্মিতা পাহানকে বিয়ে করেন ৷ মাত্র 23 দিন আগে তাঁদের একটি ছেলে হয়েছে ৷ পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ছোট থেকেই খুব জেদি ছিলেন কার্তিক ৷ বিয়ের পর থেকে তাঁর আত্মহত্যার অভিনয় করার রোগ মাথায় চেপেছিল ৷ মনের মতো কিছু না হলেই হাতে দড়ি বা অন্য কিছু নিয়ে আত্মহত্যা করতে দৌড়তেন ৷ অন্তত 12 বার এমনই ঘটনা ঘটিয়েছেন ৷ আর গত 15 দিনে তিনি চারবার এই কাণ্ড ঘটাতে গিয়েছিলেন ৷ বেশিরভাগ সময় তাঁর জামাইবাবু রাজু পাহান তাঁকে আটকান ৷ তবে কার্তিকের এহেন আচরণ গা সওয়া হয়ে গিয়েছিল সবার ৷

কার্তিকের দাদা সিদ্ধার্থ পাহান বলছেন, "এর আগে অন্তত 12 বার ভাই আত্মহত্যা করার নাটক করেছে ৷ আমরা ওকে অনেক বুঝিয়েছি ৷ কেন ও এমন করত জানি না ৷ ওর কোনও অসুখও ছিল না ৷ সোমবার বিকেল চারটে নাগাদ ও ফের একই কাজ করে ৷ বাড়ির সবাই ওকে ধুতি পাকাতেও দেখেছিল ৷ কিন্তু কেউ কিছু ভাবেনি ৷ শেষ পর্যন্ত সেই অভিনয়ই কাল হল ওর ৷"

বুধবার কার্তিকের স্ত্রী সুস্মিতা বলেন, "মঙ্গলবার সংসারের একটি বিষয় নিয়ে আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল ৷ পরদিন ও কাজে যায়নি ৷ বিকেলে ওকে ঘরের দরজায় বসে ধুতি পাকাতে দেখি ৷ এরই মধ্যে একবার খেয়াল করি ঘরের ভিতর গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে ৷ আমি ভেবেছিলাম, আগেরদিনের ঘটনার জেরে ফের গলায় দড়ি দেওয়ার নাটক করছে ৷ সেই কারণে ওকে একটু বকাঝকাও করি ৷ তারপর বাড়ির কাজে চলে যাই ৷ খানিকপরে এসে ওর ঝুলন্ত দেহ দেখতে পাই ৷ নাটক করতে করতে একদিন যে সত্যিই ও এভাবে চলে যাবে, বুঝতে পারিনি ৷ এখন এই 23 দিনের বাচ্চাকে কীভাবে মানুষ করব জানি না ৷"

এই ঘটনায় বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ অভিযোগ হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন :

1 10 দিন বাকি মেয়ের বিয়ের, আচমকা আত্মঘাতী বাবা !

2দশ দিনের কন্যাসন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ গৃহবধূর ! নিছকই আত্মহত্যা নাকি অন্যকিছু ?

Last Updated : Nov 22, 2023, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details