পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক - ধর্ষণের চেষ্টা

মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে । গ্রেপ্তার অভিযুক্ত ।

alleged molestation
ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক

By

Published : Jun 19, 2020, 10:07 PM IST

গঙ্গারামপুর, 19 জুন : যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ মহিলার । তবে স্থানীয়দের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে গিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন । নিজেকে বাঁচাতেই তাই ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন মহিলা । ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ । ধৃতের বয়স 35 বছর ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি গঙ্গারামপুর থানার রামদেবপুরে । বৃহস্পতিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।

স্থানীয়দের বক্তব্য, মহিলার স্বামী বাইরে থাকেন । সেই সুযোগে অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর । মঙ্গলবার ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন দু'জনকে একসঙ্গে দেখে ফেলে । অভিযোগ, এরপরই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন মহিলা । পরিবারের লোকজনের চিৎকারে এলাকার মানুষজন জড়ো হলে ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত ।

এরপর, গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার পরিবারের লোকজন । সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে । বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

এই বিষয়ে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুর্ণেন্দু কুণ্ডু জানান, "গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রামদেবপুর এলাকার ওই যুবককে । কাল তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালত অভিযুক্তের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details