পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও গঙ্গারামপুরে - GANGARAMPUR_AGITATION

যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ কয়েক হাজার গ্রামবাসীর ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুর-তপন রুটের রাস্তাও অবরোধ করে গ্রামবাসীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে নামানো হয় RAF ৷

গ্রামবাসীদের পথ অবরোধ

By

Published : Sep 12, 2019, 7:13 PM IST

গঙ্গারামপুর, 12 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ কয়েক হাজার গ্রামবাসীর ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুর-তপন রুটের রাস্তাও অবরোধ করে গ্রামবাসীরা ৷ অবরোধ চলাকালীন বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ পর্ষদের একটি গাড়িও ভাঙচুর করে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে নামানো হয় RAF ৷

7 সেপ্টেম্বর গঙ্গারামপুর থানা এলাকায় এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতিকে খুন করা হয়েছে ৷ ঘটনার তিনদিন পর ওই যুবতির পরিবার দেহ শনাক্ত করে । জানা যায়, যুবতির বাড়ি গঙ্গারামপুর থানা এলাকাতেই ৷ থানায় যুবতির পরিবার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি ৷ আজ এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে শহরে মিছিল করে গ্রামবাসীরা ৷ পরে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷ দাবি একটাই, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে ৷ এ প্রসঙ্গে রাজবংশী জনজাগরণ চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব বর্মণ বলেন, "যুবতিকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গঙ্গারামপুর শহরে মিছিল করে এসে থানা ঘেরাও করি ৷ "

আরও পড়ুন : চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি, 3 সিভিক সহ মৃত 5

অন্যদিকে, গ্রামবাসীদের বিক্ষোভের সময় থানার সামনে বিদুৎ পর্ষদের একটি গাড়ির উপর ভাঙচুর চালানো হয়৷ এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ৷ পরে অতিরিক্ত SP ডব্লিউ ভুটিয়া, SDPO বিপুল ব্যানার্জি ও থানার IC পূর্ণেন্দুকুমার কুণ্ডু, বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় টহল দেয় । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।

ABOUT THE AUTHOR

...view details