পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাতা নয় চাকরি চাই, বিক্ষোভ যুবশ্রী প্রাপকদের

আজ বালুরঘাটে বিক্ষোভ দেখায় শতাধিক যুবশ্রী ভাতা প্রাপক । প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করে সংগঠনের সদস্যরা । পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ।

balurghat news
balurghat news

By

Published : Sep 15, 2020, 10:53 PM IST

বালুরঘাট, 15 সেপ্টেম্বর : চাকরির কোন নাম নেই । দেওয়া হচ্ছে ভাতা । আর 'ভাতা নয় - চাকরি চাই' এমন দাবিতেই আজ দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল যুবশ্রী ভাতা প্রাপ্ত শতাধিক বেকার যুবক যুবতীরা । বিক্ষোভের পর জেলাশাসককে এবিষয়ে ডেপুটশন দেন তারা । ডেপুটেশন কর্মসূচির আগে বালুরঘাট বাসস্ট্যান্ডে থেকে মিছিল করেন আন্দোলনকারীরা ৷ তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন তারা ।

দীর্ঘদিন ধরে নেই চাকরি । হচ্ছে না নিয়োগ । এদিকে বেকারদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী ভাতা প্রকল্প শুরু করেন । এমনকী 2013 সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যুবশ্রী ভাতা প্রাপ্ত বেকার যুবক যুবতীদের বিভিন্ন দপ্তরে ধাপে ধাপে নিয়োগ করা হবে । ভাতা প্রাপকদের অভিযোগ, আজ অবধি তাদের নিয়োগ করা হয়নি ।

এবিষয়ে অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক জুলফিকার রহমান বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে ঘোষণা করেছিলেন যুবশ্রী ভাতা প্রাপ্ত বেকারদের ধাপে ধাপে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দপ্তরে নিয়োগ করবে। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী কথা রাখেননি । এদিকে কোভিড পরিস্থিতিতে আমরা চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছি । তাই আজ জেলাশাসককে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবগত করতেই আমাদের বিক্ষোভ । আগামীদিনে আমাদের দাবি পূরণ না হলে আমরা অনশনে বসতে বাধ্য হব ৷"

আজ বালুরঘাটে বিক্ষোভ দেখায় শতাধিক যুবশ্রী ভাতা প্রাপক । প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা । পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ।

ABOUT THE AUTHOR

...view details