পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ খাওয়া নিয়ে বকাবকি, আত্মঘাতী যুবক - আত্মঘাতী যুবক

মদ খাওয়া নিয়ে মা বকাবকি করায় আত্মঘাতী এক যুবক । তার নাম প্রবীর মহন্ত (19)। পেশায় দিনমজুর এই মৃত যুবকের বাড়ি হিলি থানার পূর্ব রায়নগর এলাকায়।

suicide
আত্মঘাতী যুবক

By

Published : Nov 6, 2020, 10:09 PM IST

হিলি, 6 নভেম্বর : রোজ দিন মদ খাওয়া নিয়ে মা বকাবকি করায় গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হল ছেলে। মৃত যুবকের নাম প্রবীর মহন্ত (19)। বাড়ি হিলি থানার পূর্ব রায়নগর এলাকায়। পেশায় সে দিনমজুর। গতকাল বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রবীর। শুক্রবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

1 নভেম্বর মদ্যপ অবস্থায় বাড়িতে আসার পর পরিবারের সঙ্গে বচসা শুরু হয় প্রবীরের। সেই বচসা গভীর রাত পর্যন্ত চলে। অভিযোগ, মা বকাবকি করায় সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে । এদিকে বিষয়টি নজরে আসতেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হিলি গ্রামীণ হাসপাতালে । সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রেফার করেন বালুরঘাট জেলা হাসপাতালে। ওই দিন গভীর রাতেই চিকিৎসার জন্য প্রবীরকে ভরতি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মারা যায় সে।

মৃত যুবকের মামা সঞ্জয় মহন্ত জানান, "তার ভাগনে এমনি খুব শান্ত স্বভাবের ছিল। তবে সে অনেকদিন ধরেই নেশা করত। আর এই নেশা করা নিয়ে মাঝে মধ্যেই পরিবারে অশান্তি হত। গত 1 তারিখে এই নেশা করা নিয়েই বচসা হয়।"

ABOUT THE AUTHOR

...view details