বালুরঘাট, 9 অগস্ট : বাংলার মাটির পরতে পরতে রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও সংস্কার । তারই একটি অংশে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি । তাই এই প্রাচীন সংস্কৃতির মর্যাদা রক্ষা করতে প্রতি বছর 9 অগস্ট সারা বাংলাজুড়ে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস । সেই মতো আজ পশ্চিমবঙ্গের সব জেলায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস ৷
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা ফুটবল ময়দানে আজ আদিবাসী দিবসের অনুষ্ঠান আয়োজিত হয় ৷ বদলপুর করম পুজো কমিটি ও বদলপুর আদিবাসী বীর বুধু সংঘের উদ্যোগে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস । আজকের এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের দেবতাদের পুজো করা হয় ৷ সেইসঙ্গে বিশিষ্ট আদিবাসী নেতাদের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা করা হয় । পাশাপাশি বিভিন্ন আদিবাসী নৃত্য এবং গানের আয়োজন করা হয়েছিল ৷ নাচ ও গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলে আজ বিশ্ব আদিবাসী দিবসের উৎসবে মেতে ওঠেন ৷