পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুশমণ্ডিতে বাজেয়াপ্ত লাখ টাকার কাঠ - South Dinajpur news

কুশমণ্ডি ব্লকের ফরেস্ট রেঞ্জে অভিযান চালিয়ে তিন ট্রাক কাঠ বাজেয়াপ্ত করা হল । আটক করা হয়েছে তিনজন ট্রাক চালককেও ।

kushmandi
kushmandi

By

Published : Jun 15, 2020, 1:16 AM IST

কুশমণ্ডি, 14 জুন : কুশমণ্ডি ব্লকের ফরেস্ট রেঞ্জে অভিযান চালিয়ে বেআইনি পাচারের আগেই তিন গাড়ি কাঠ উদ্ধার করল বনবিভাগ । যার আনুমানিক মূল্য এক লাখের বেশি । তিনটি ট্রাকের চালকদের আটক করা হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বংশীহারী থানার জোরদিঘি এলাকায় আজ অভিযান চালান বনদপ্তরের কর্মীরা । সেখানে দুটি ট্রাক আটক করা হয় । কুশমণ্ডি থানার মহিপাল চৌরঙ্গী এলাকায় একটি ট্রাক আটক করা হয়েছে । বনবিভাগের প্রাথমিক অনুমান, বেআইনি পাচারের উদ্দেশ্যেই কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ।

কাঠগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কারা এই পাচারের সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে কুশমণ্ডি ফরেস্ট রেঞ্জ । বর্তমানে বাজেয়াপ্ত কাঠগুলি কুশমণ্ডি এলাকার আইরা ফরেস্টে রাখা হয়েছে ।

এই প্রসঙ্গে কুশমণ্ডি ফরেস্টর রেঞ্জ আধিকারিক গণেশচন্দ্র দাস বলেন, “আমরা অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে কাঠ উদ্বার করেছি । যার আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি । তিনজন ট্রাকচালককেও আটক করা হয়েছে ।”

ABOUT THE AUTHOR

...view details