হিলি, 2 নভেম্বর : হিলি আন্তর্জাতিক সীমান্ত থেকে 800টি ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা । নাম মোসাম্মৎ ফিরোজা বেগম । বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর এলাকায় । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ লাখ টাকা । এর পাশাপাশি ওই মহিলার কাছ থেকে দু'টি দামি শাড়ি, একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভিসা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর 180 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তাকে গতকাল বিকেলে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী ।
সীমান্তরক্ষী বাহিনীর থেকে জানা গেছে, তাদের 180 ব্যাটিলিয়নের কাছে খবর ছিল এই মাদক পাচারের বিষয়ে । সেই মতোই হিলি আন্তর্জাতিক চেক পোস্টে বিশেষ তল্লাশি চালায় তারা । ওই সময় বাংলাদেশে যাওয়া সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় । তার কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ।