পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে খুন মহিলা, অভিযুক্ত পলাতক - কুমারগঞ্জে খুন মহিলা

প্রতিবেশী মহিলা ও তাঁর ভাইয়ের ঝগড়া হচ্ছিল । সেইসময় ভাই তার দিদিকে মারতে গেলে থামাতে যান জবা টুডু । অভিযুক্ত তাঁকে শাবল দিয়ে আঘাত করে ।

woman killed
মৃত মহিলা

By

Published : Jun 13, 2020, 1:34 AM IST

কুমারগঞ্জ, ১৩ জুন : প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে শাবলের আঘাতে মৃত্যু হল এক মহিলার । মৃতার নাম জবা টুডু (৪২)। বাড়ি কুমারগঞ্জ থানার ভোঁওর গ্রাম পঞ্চায়েতের মার্ডিপাড়া এলাকায়। অভিযুক্তের নাম চন্দন দাস । অভিযুক্তের বাড়ি কালিয়াগঞ্জ থানার পুনোর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় কুমারগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

অভিযুক্ত চন্দন দাসের দিদি মামণি দাসের বিয়ে হয়েছে মার্ডিপাড়ায় । দিন ১৪ আগে চন্দন দিদির বাড়ি আসে । শুক্রবার বিকেলে দিদির সঙ্গে বচসা শুরু হয় চন্দনের। সেখানে যান প্রতিবেশী জবা টুডু। অভিযোগ, সেই সময় চন্দন তার দিদিকে মারতে উদ্ধত হয়। ওই সময় ঝগড়া থামাতে গেলে চন্দন দাস শাবল দিয়ে জবাদেবীর উপর আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে আসে পুলিশ ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস বলেন, দিদি ও ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল। তা থামাতে গেলে ওই মহিলার উপর শাবল দিয়ে আঘাত করা হয়। অভিযুক্ত ব্যক্তি পলাতক । তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে ।

কুমারগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থানে যায় তারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে তারা।

ABOUT THE AUTHOR

...view details