কুমারগঞ্জ, 6 জানুয়ারি: হায়দরাবাদ কাণ্ডের ছায়া দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে । ফাঁকা মাঠের কালভার্টের মধ্যেই অজ্ঞাতপরিচয় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার । সোমবার সকালে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় কুমারগঞ্জ থানার সাফানগর গ্রাম পঞ্চায়েতের গারোয়ার এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ । ধর্ষণ করে খুন, না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ । এদিকে আগুনে মহিলার 90 শতাংশই শরীর পুড়ে গেছে । এর ফলে মৃতদেহ শনাক্ত করতে পারছেন না স্থানীয়রাও ।
সাফানগর থেকে গঙ্গারামপুরের অশোক গ্রাম যাওয়ার রাস্তার মাঝে ফাঁকা মাঠ রয়েছে । এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই ফাঁকা মাঠের রাস্তায় কালভার্টের নিচে অর্ধ দগ্ধ নারীদেহটি নজরে আসে স্থানীয়দের । রাতের অন্ধকারে কুকুর বা অন্য কোনও প্রাণী দেহটি কালভার্টের বাইরে বের করে নিয়ে আসে । এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায় । ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ ৷ মৃতার নাম-পরিচয় এখনো জানা যায়নি । স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে ওই মহিলাকে । প্রমাণ লোপাটের জন্য আগুন ধরিয়ে দেওয়া হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ ।