পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যান্সারের চিকিৎসায় সর্বস্ব খুইয়েছে পরিবার, আত্মহত্যা মহিলার - দক্ষিণ দিনাজপুর

তিনমাস মুম্বইয়ে চিকিৎসাও করান ৷ চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বস্ব খোয়ান লক্ষ্মীদেবীর স্বামী অজিত মজুমদার ৷

woman commited suicide for not treating cancer
আত্মঘাতী মহিলা

By

Published : Mar 5, 2020, 7:12 PM IST

Updated : Mar 5, 2020, 8:40 PM IST

বালুরঘাট, 5 মার্চ : ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খুইয়েছে পরিবার ৷ সেই অসহায়তা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা ৷ বালুরঘাট থানার পুলিশ এসে লক্ষ্মী মজুমদার (47) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ন’মাস আগেই জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত ৷ এরপর একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন বালুরঘাটের নেপালিপাড়ার লক্ষ্মী ৷ স্বামী অজিত মজুমদার ক্ষুদ্র ব্যবসায়ী ৷ ছেলেও ব্যবসা করেন ৷ তিন মাস ধরে মুম্বইয়ে লক্ষ্মীদেবীর চিকিৎসা হয় ৷ এরপর বাড়ি ফিরে আসেন তিনি ৷

চিকিৎসার জন্য সর্বস্ব খুইয়ে আত্মহত্যা মহিলার

সম্প্রতি চিকিৎসকরা জানান, কেমোথেরাপি শুরু করা হবে ৷ কিন্তু স্ত্রী'র চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খুইয়েছিলেন অজিত মজুমদার ৷ সংসারে অর্থাভাব দেখা দেয় ৷ লক্ষ্মীদেবীর শারীরিক অবস্থার অবনতি শুরু হয় ৷ একদিকে নিজের চিকিৎসার খরচ, অন্যদিকে সংসারে অনটন ৷ দুইয়ের চাপে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন লক্ষ্মীদেবী ৷ তাঁর ভাইপো রাকেশ শীলের দাবি, ‘‘আজ মুম্বইয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, সকালে বাড়িতেই আত্মহত্যা করেন ৷ চিকিৎসার খরচের কথা চিন্তা করেই আত্মহত্যা করেছেন পিসি ৷’’ বালুরঘাট থানার পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

Last Updated : Mar 5, 2020, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details