বালুরঘাট, 25 অক্টোবর: নবমীর রাত থেকে নিখোঁজ থাকা টোটো চালক যুবকের দেহ উদ্ধার হল আত্রেয়ী নদী থেকে ৷ বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকা সংলগ্ন আত্রেয়ী নদী থেকে উদ্ধার হয় উত্তমাশা পল্লি এলাকার বাসিন্দা রুদ্র বিশ্বাসের দেহ ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ ৷ পরিবারের অভিযোগ রুদ্র বিশ্বাসকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ৷
মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবমীর রাত থেকে নিখোঁজ ছিলেন রুদ্র বিশ্বাস ৷ পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় তাঁর নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ দুর্গা পুজোর নবমীর রাতে উত্তমাশা পল্লি ক্লাবের পাশে রুদ্র বিশ্বাস-সহ কিছু যুবক পিকনিক করছিল ৷ রাস্তার উপর পিকনিক করায় মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের অসুবিধা হচ্ছিল যা নিয়ে উত্তমাশা পল্লি ক্লাবের কর্মকর্তারা ওই যুবকের দলটিকে পিকনিক করতে বাধা দেয় ৷ বাধা দেওয়ার পরেও পিকনিক বন্ধ না করায় প্রশাসনের দারস্থ হয় উত্তমাশা পল্লি ক্লাবের কর্মকর্তারা ৷ পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় পিকনিক ৷
স্থানীয় বাসিন্দা পারমিতা সাহার অভিযোগ, পিকনিক বন্ধ হওয়ার পর মদ্যপ অবস্থায় তাঁদের বাড়ির সামনে এসে চিৎকার শুরু করেন রুদ্র ৷ এমনকি বাড়ির মালিক রামশঙ্কর সাহার নাম করে গালাগালি করতে থাকেন তিনি ৷ অভিযোগ বারণ করা হলে কাচের বোতল ছুড়ে মেরে তাণ্ডব চালায় রুদ্র বিশ্বাস ৷ ঘটনাকে কেন্দ্র করে রামশঙ্কর সাহা দশমীর সকালে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷