পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে কুপিয়ে খুন যুবতির - dasharath mardi

বছর 20 আগে দশরথ মার্ডি চৌরাপাড়ায় মানসীকে বিয়ে করে । অভিযোগ, মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল । এনিয়ে তাদের বচসা শুরু হয় । সেই সময় কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী ।

পুলিশের থানার সামনে মার্ডির দেহ

By

Published : May 21, 2019, 9:02 PM IST

Updated : May 21, 2019, 9:11 PM IST

বালুরঘাট, 21 মে : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম দশরথ মার্ডি (45), পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দামনগর এলাকায় । গত 20 বছর ধরে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়ায় ঘর জামাই থাকতেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার IC । আজ দুপুরে পুলিশ মৃতের স্ত্রী মানসী টুডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

বছর 20 আগে দশরথ মার্ডি চৌরাপাড়ায় মানসীকে বিয়ে করে । তাদের এক ছেলে ও এক মেয়ে আছে । অভিযোগ, মানসী টুডুর সঙ্গে এলাকার অনেক পুরুষের সম্পর্ক ছিল । একারণে বেশ কয়েকবার বাড়ি ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছিল সে । বিষয়টি জানার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত । গতরাতে ফের তাদের মধ্যে বচসা শুরু হয় । সেই সময় কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় আঘাত করে তার স্ত্রী । চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসে । এরপর প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভরতি করে তাঁকে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত । বাড়ি থেকে রক্তাক্ত কুড়ুল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশরথ মার্ডির স্ত্রী মানসী টুডুকে । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

এ বিষয়ে মৃতের ভাইপো নির্মল টুডু বলেন, "গতকাল রাতে খবর আসে । সকালেই বালুরঘাট হাসপাতালে যাই । জানতে পারি কাকা মারা গেছে । তাকে কুপিয়ে খুন করা হয়েছে । কে বা কারা করেছে তা জানা নেই । তবে কাকা ও কাকিমার মধ্যে ঝামেলা লেগেই থাকত ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মৃত স্ত্রীকে আটক করা হয়েছে ।

Last Updated : May 21, 2019, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details