গঙ্গারামপুর, 9 অক্টোবর : নিকাহর চার মাসের মাথায় যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে । গঙ্গারামপুরের হামজাপুর এলাকার মাধবপুর গ্রামের ঘটনা । গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ৷ লিঙ্কন চৌধুরি নামে তাঁর শহরকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃতের নাম সাবনুর বেগম (22) ৷
যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ধৃত শওহর - গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে । গঙ্গারামপুরের ঘটনা ৷
সাবনুর বেগমের বাড়ি গঙ্গারামপুর ব্লকের হামজাপুর এলাকার বাসুরিয়ায় ৷ চারমাস আগে লিঙ্কন চৌধুরির সঙ্গে নিকাহ হয় তাঁর । জানা গিয়েছে, তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেননি লিঙ্কনের বাড়ির সদস্যরা । বুধবার তাঁদের মধ্যে বচসা হয় ৷ বৃহস্পতিবার সকালে সাবনুরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতার পরিবারের দাবি, সাবনুরকে শ্বাসরোধ করে খুনের পর দেহ ঝুলিয়ে দিয়েছে লিঙ্কন । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অ
এবিষয়ে ওই এলাকার বাসিন্দা জব্বার আলি মিঞা বলেন, "চার মাস আগে নিকাহ হয় সাবনুর বেগম এবং লিঙ্কন চৌধুরির । লিঙ্কনের পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় সাবনুর তার বাপের বাড়ি এবং লিঙ্কনের কাকার বাড়িতেই থাকত । বুধবার রাতে গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া চলে । বৃহস্পতিবার সকালে জানতে পারি তাদের ঘরের পাশ থেকে সাবনুরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। "