কুমারগঞ্জ, ৩ মার্চ : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঠিক করতে ব্যস্ত। একইভাবে বালুরঘাট লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে তৃণমূলে গোষ্ঠীকোন্দলের কথাও শোনা যাচ্ছে। বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন, সেই জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। গতকাল কুমারগঞ্জে তৃণমূলের কর্মীসভায় তিনি বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা সভাপতি বিপ্লব মিত্র না কি গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ প্রার্থী হবেন, তা নিয়ে শুরু হয়েছে কোন্দল। এদিকে তৃণমূলের টিকিটে গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। অন্যদিকে, বালুরঘাটে তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রকে দেখতে চেয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে দলীয় কর্মীদের একাংশ।