পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব কোথায় ? "উজ্জ্বলা" যোজনায় সিলিন্ডার নিতে ভিড় বালুরঘাটে - সামাজিক দূরত্ব নেই বালুরঘাটে

দিনে 200 জনের বেশি গ্রাহককে গ্যাস দেওয়া হচ্ছে না। ফলে, সামাজিক দূরত্ব না মেনে রাতভর লাইনে দাঁড়িয়ে গ্যাসের সিলিন্ডার নিচ্ছেন গ্রাহকরা।

Overnight crowd on Ujjwala Yojana gas
বালুরঘাট

By

Published : Apr 9, 2020, 8:22 PM IST

বালুরঘাট, ৯ এপ্রিল: লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। তা নিতে প্রতিদিনই রাতভর লম্বা লাইন পড়ছে বালুরঘাটে । সেই খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এসে ভিড় সরিয়ে দিলে পরে ফের সেই একই ছবি দেখা যাচ্ছে ।

কোরোনা সংক্রমণ রুখতেই দেশজুড়ে লকডাউন চলছে। এদিকে লকডাউনের জেরে অনেকেই বড় সমস্যায় পড়েছেন। রোজগার বন্ধ হয়ে গিয়েছে অনেকেরই। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার সমস্ত গ্রাহকদের বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছে। তিন মাসে তিনটি সিলিন্ডার পাবেন উজ্জ্বলা-র উপভোক্তারা। প্রতিমাসে গ্যাস সিলিন্ডারের দাম বাবদ টাকা ঢুকবে উপভোক্তার ব্যঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার নিতে পারবেন তাঁরা। ইতিমধ্যে এপ্রিল মাসের গ্যাসের দাম বাবদ অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে।

বালুরঘাটে রাতভর লাইন

এদিকে বালুরঘাটের ডিস্ট্রিবিউটাররা এপ্রিলের শুরু থেকেই গ্যাস দেওয়া শুরু করে দিয়েছেন। আগের দিন রাত থেকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সিলিন্ডার নিতে। রাতভর লাইনে দাঁড়ানো গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন পরদিন সকাল ১০ টায় ডিস্ট্রিবিউটারদের দোকান খোলার পর। অন্যদিকে দিনে ২০০ জনের বেশি গ্রাহককে গ্যাস দেওয়া হচ্ছে না। এদিকে প্রতি মাসের গ্যাস সেই মাসেই নিতে হবে বলে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বালুরঘাট শহরের কলেজ মোড়সহ পাওয়ার হাউজ় এলাকার দুটি দোকানের সামনেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অতিরিক্ত ভিড় সামাজিক দূরত্ব বজায় রাখতে রাস্তায় আঁকা গোল দাগ মানছে না। স্বভাবতই সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

এই বিষয়ে সুফল সাহা নামে এক উপভোক্তা বলেন, "গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রাতে পুলিশ এসে ভিড় সরিয়ে দেয়। ফের ভোররাত থেকে লাইনে দাঁড়াই। গ্যাস নিতে এসে মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। উপায় নেই। সামাজিক দূরত্বও থাকছে না।"

অন্যদিকে বালুরঘাট কলেজ মোড় এলাকার গ্যাস ডিস্ট্রিবিউটরদের দাবি, তাঁদের কাছে যথেষ্ট পরিমাণে সিলিন্ডার মজুত রয়েছে। সুতারং, চিন্তার কিছু নেই। তবে তাদের বক্তব্য, অনেকে এক বছরের বেশি হল উজ্জ্বলা যোজনার গ্যাস সংগ্রহ করেননি। ফলে, তাঁদের ওই যোজনার বইটি বাতিলের তালিকায় পড়ে গিয়েছে। কারও কারও আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই। এইসব সমস্যার সমাধানের জন্যই সিলিন্ডার দিতে দেরি হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details