বালুরঘাট, 9 ফেব্রুয়ারি : দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল বিজেপি বচসা ৷ বিজেপির দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ ৷ অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে ৷
আরও পড়ুন : আশ্বাসের একমাস পরেও পূরণ হয়নি দাবি, অবস্থানে মালদা কলেজের শিক্ষাকর্মীরা
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ কিন্তু তার আগেই জায়গায় জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা ৷ ঠিক তেমনই দেওয়াল লিখন করা হয় বালুরঘাট শহরে ৷ শহরের বিভিন্ন দেওয়ালে বিজেপির সমর্থনে লেখা হয় ৷ অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই লিখন কালি দিয়ে মুছে দেয় ৷ অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মী অভিষেক সেনগুপ্তর দাবি, "সংস্কৃতির শহর বালুরঘাটে নোংরা রাজনীতি শুরু হয়েছে । গণতন্ত্র হত্যা করা হচ্ছে । সকলের কন্ঠস্বর তোলার অধিকার আছে, অপরের কন্ঠস্বর দাবিয়ে দেওয়ার অধিকার তৃণমূলের নেই । উপযুক্ত শাস্তির দাবি করছি ।"
ভিডিয়োতে শুনুন তৃণমূল বিজেপির বক্তব্য এবিষয়ে তৃণমূল নেতা মহেশ পারেখ বলেন,"তৃণমূল নোংরা রাজনীতি বিশ্বাস করে না । মিথ্যে দোষারোপ দিয়ে প্রচারের উদ্দেশ্যে বিজেপি এই কাজ করছে । তৃণমূল উন্নয়নে বিশ্বাসী, ভাঙচুর দেওয়াল লিখন মোছায় বিশ্বাসী নয় ।"