পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বংশীহারিতে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মী-র - বংশীহারি

2003 সাল থেকে এলাকার আদিবাসীরা তৃণমূলকে সমর্থন করে আসলেও, মনমালিন্যের কারণে বিজেপিতে যোগদান করেছিলেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের মাধ্যমে উপকৃত হওয়ায় হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হাত ধরে আবারও তৃণমূলে যোগদান করল এলাকার 40 আদিবাসী পরিবার ।

bjp supporters join tmc
bjp supporters join tmc

By

Published : Mar 10, 2021, 10:40 PM IST

Updated : Mar 11, 2021, 4:04 PM IST

বংশীহারি, 10 মার্চ : 2021 সালের নির্বাচনকে সামনে রেখে বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত বাজে হরিপুর এলাকায় 142 জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন । দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলার চেয়ারম্যান বিপ্লব মিত্রের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিল প্রায় শতাধিক বিজেপি নেতাকর্মী ।

2003 সাল থেকে এলাকার আদিবাসীরা তৃণমূলকে সমর্থন করে আসলেও, মনমালিন্যের কারণে বিজেপিতে যোগদান করেছিলেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের মাধ্যমে উপকৃত হওয়ায় হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হাত ধরে আবারও তৃণমূলে যোগদান করল এলাকার 40 আদিবাসী পরিবার । এতে বিধানসভা ভোটে ভাল ফলের বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । যোগদান পর্বে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র , বংশীহারি ব্লকের পঞ্চায়েতের সহ সভাপতি গণেশ প্রসাদ, ব্লকের কনভেনার সুভাষ ভাওয়াল সহ আরও অনেকে ।

এ বিষয়ে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, " বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাজেহরিপুর এলাকায় 142 জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন । এখানকার বাউল টুডু এবং ভূষণ মারডির নেতৃত্বে 40 পরিবার তৃণমূলে যোগদান করে ।"

তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মী-র

এবিষয়ে সদ্য তৃণমূলে যাওয়া বাউল টুডু জানান, " আজ আবারও তৃণমূলে যোগদান করলাম । বিগত দিনে আমরা এলাকার লোকজন তৃণমূল করতাম , মনমালিন্যের কারণে আমরা বিজেপিতে যোগদান করেছিলাম ।মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দুয়ারে সরকারের মাধ্যমে আমরা এলাকার লোকজন অনেক উপকৃত হয় । সেই কারণেই ভোটের আগে আবারও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করি ।"আরও পড়ুন : নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষীযদিও যোগদানের বিষয়টি উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বুনিয়াদপুরের বিভিন্ন জায়গায় আমাদের দলের কোনও কর্মী তৃণমূলে যোগ দেয়নি । অন্যান্য দল থেকে দিলেও দিতে পারে । বরং তৃণমূল থেকেই প্রচুর কর্মী আমাদের দলে প্রতিদিন যোগ দিচ্ছে ।”

Last Updated : Mar 11, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details