পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা কোরোনা ভাইরাসের চেয়েও মারাত্মক কিছু ! মন্তব্য BJP নেতার - কোরোনাভাইরাসের চেয়েও মারাত্মক কিছু

লকডাউনে ত্রাণ দিতে দিয়ে বারবার বাধা পেতে হয়েছে BJP নেতাদের । এমনকি আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েও অধিকাংশ সময় যেতে দেওয়া হয়নি BJP-র নেতা-নেত্রীদের । আজ বালুরঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে এসে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি।

bjp press meet at balurghat
বিশ্বপ্রিয় রায়চৌধুরি

By

Published : Jun 13, 2020, 1:05 AM IST


বালুরঘাট, 12 জুন: আমরা যেন মনে হচ্ছে কোরোনা ভাইরাসের থেকেও মারাত্মক কিছু । বের হলেই একেবারে বিস্ফোরক হয়ে যাচ্ছি । তাই আমাদের আটকাও ।এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি। শুক্রবার দুপুরে বালুরঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে এসে এমনই মন্তব্য করলেন তিনি ।

লকডাউনের সময় গরিব মানুষদের ত্রাণ দিতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে BJP-র নেতাদের । আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েও বারবার বাধা পেতে হয়েছে । এই অভিযোগ করা হয়েছে BJP-র পক্ষ থেকে । BJP-র রাজ্য সভাপতিকে লকডাউনের সময় আটকানো হয় বলে অভিযোগ । আজ সেই প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকার ও শাসক দলের তীব্র সমালোচনা করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি। তিনি বলেন, "আমরা যেন মনে হচ্ছে কোরোনা ভাইরাসের থেকেও মারাত্মক কিছু । বের হলেই একেবারে বিস্ফোরক হয়ে যাচ্ছি । তাই আমাদের আটকাও । অথচ তৃণমূলের প্রতিনিধি থেকে নেতাকর্মীরা সব জায়গায় যেতে পারবে। এখানকার তৃণমূলের আমচা, চামচা, বেলচা তারাও সব জায়গায় যেতে পারবে। আর আমাদের কার্যকর্তা গেলে তাদের যেতে দেওয়া হবে না। মারধর করা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে। এই যে স্বৈরাচারী মানসিকতা চলছে। এই মানসিকতার পরিবর্তন হতে হবে । তাই বাংলার পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তন BJP-র হাত ধরেই আগামী 21 সালে হবে।" শুক্রবার দুপুরে বালুরঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে এসে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এই বৈঠকে বিশ্বপ্রিয় রায়চৌধুরি ছাড়াও হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতি এবং অমিত শাহের ভার্চুয়াল জনসভা নিয়ে আজ প্রত্যেকটি জেলায় BJP-র পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর চিঠি প্রায় 80 হাজার বুথ এবং 1 কোটি মানুষের কাছে পৌঁছে দেবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান বিশ্বপ্রিয়বাবু। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, লকডাউনের মধ্যে BJP গোটা দেশে প্রায় এক কোটি মানুষের মধ্যে রেশনের সামগ্রী বিতরণ করেছে। প্রত্যেকদিন প্রায় 60 লাখ মানুষকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে। টানা এক মাস ধরে BJP-র পক্ষ থেকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে। বিশ্বপ্রিয় বলেন, "কঠিন পরিস্থিতিতে সাংসদরা রাজ্য সরকারকে নিজেদের তহবিল থেকে অর্থ দিয়েছেন। যাতে কোনও মানুষ অভুক্ত না থাকে। অন্যদিকে BJP-র সাংসদরা যখন ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছে তখন তাঁদেরকে আটকে দেওয়া হচ্ছে। সংসদ সুকান্ত মজুমদার, জন বারলা, নিশীথ প্রামাণিকক সহ BJP-র অন্যান্য সাংসদ ও নেতাদেরকে ত্রাণ বিলি করতে দেওয়া হয়নি । আটকে দেওয়া হয়েছে। অথচ তৃণমূলের নেতাকর্মীদের যেতে দেওয়া হয়েছে। স্বৈরাচারী রাজনীতি চলছে বাংলায়।" যদিও এবিষয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার জানান, তারা এর আগে বালুরঘাটের সাংসদকে ত্রাণ দিতে যাবেন বলে রাস্তায় ধরনা দিতে দেখেছিলেন। কিন্তু উনার গাড়িতে কোনও ত্রাণ সামগ্রীই ছিল না। এর থেকে পরিস্কার তিনি রাজনীতি করতে যাচ্ছিলেন। মানুষের পাশে দাঁড়াতে নয়। তাই BJP-র এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দেবাশিসবাবু জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details