পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাতমাসেও প্রকাশিত হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফল - result

পরীক্ষার পর সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করতে পারেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়। রেজ়াল্ট না পাওয়ায় পরবর্তী সেশনে ভরতি হতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের।

Breaking News

By

Published : Feb 14, 2019, 11:58 PM IST

বংশিহারি, ১৪ ফেব্রুয়ারি : অনিশ্চয়তায় ভুগছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজের ছাত্রছাত্রী। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টু-র ফলাফল ওয়েব সাইটে প্রকাশিত হয়। তবে অফলাইনে প্রকাশিত ফলের সঙ্গে অনলাইনে প্রকাশইত ফলের বিস্তর অসঙ্গতি রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল পুনর্বিবেচনার নির্দেশ দেয়। পরীক্ষার পর সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করতে পারেনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়। রেজ়াল্ট না পাওয়ায় পরবর্তী সেশনে ভরতি হতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের।

তৃপ্তি বর্মণ নামে এক ছাত্রী বলে, "আমি পার্টওয়ান পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। এই জন্য আমরা খুবই সমস্যায় পড়ছি। কারণ আমরা জানতেই পারছি না যে আমরা পাশ করেছি, না ফেল করেছি, আদৌ আমাদের ফলাফল শেষ পর্যন্ত বের হবে কি না সেই নিয়ে অনিশ্চিয়তায় আছি। এর জন্য সম্পূর্ণভাবে দোষী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আমাদের ফলাফল খুব তাড়াতাড়ি বের হোক এটাই চাই।"

ছাত্রছাত্রীদের সঙ্গে একমত বুনিয়াদপুর কলেজের টিচার ইন চার্জ জিতেশচন্দ্র চাকি বলেন, "সম্পূর্ণ দোষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। কারণ পরীক্ষার ফলাফল বের হলেও সেটি ভুলে ভরা ছিল। সেকারণে ওই রেজ়াল্ট বাতিল হয়। কিন্তু এতদিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন ফল বের না হওয়ায় ছাত্রছাত্রীরা অনিশ্চিয়তায় ভুগছে।"

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় বিষয়টি নিয়ে বলেন, "আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বর পাশাপাশই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও জানিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details