গঙ্গারামপুর,19 ফেব্রুয়ারি : বিধানসভা ভোটের প্রাক্কালে দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে । গঙ্গারামপুর ব্লকের কালিতলা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় প্রায় 200 থেকে 250 জন কর্মী ।
গঙ্গারামপুর পৌরসভার কালিতলা এলাকায় প্রায় 200 থেকে 250 জন পুরোহিত পরিবারের সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন । উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় বর্মণ সহ আরও অনেকে । সুকান্ত মজুমদার 2021 সালের নির্বাচনে ভালো ফল হবার বিষয়ে যথেষ্ট আশাবাদী । তাঁর মতে পুরোহিত সমাজের মানুষ দলে যোগ দিলে, দল সমৃদ্ধ হবে । তিনি আরও বলেন, বিজেপির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি আদর্শে বিশ্বাসী হয়েই তারা দলে যোগ দিয়েছেন ।