পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় সড়কে কাজের সময় জলের পাইপ ফেটে বিপত্তি - road works

বালুরঘাটে 512 নম্বর জাতীয় সড়কের কাজের সময় পাইপ ফেটে বিপত্তি । গতকাল সকাল থেকে অপচয় হচ্ছে পানীয় জল । দ্রুত পাইপটি মেরামতের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ ।

drinking water
পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি

By

Published : Dec 1, 2019, 3:18 AM IST

বালুরঘাট, 1 ডিসেম্বর : রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে ফাটল পানীয় জলের পাইপে । জলমগ্ন হয়ে যায় বালুরঘাট বি এড কলেজ এলাকা । স্থানীয়দের অভিযোগ, সকালে পাইপ ফাটলেও এখনও পর্যন্ত তা ঠিক করা যায়নি ফলে অপচয় হচ্ছে পানীয় জল । ঘটনার বেশ কিছুক্ষণ পর পৌরসভার কর্মীদের টনক নড়ে । তাদের খবর দিলে তারা আসে । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ।

বছর খানেক আগে শুরু হয় বালুরঘাট- হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ । কিছুদিন আগে বালুরঘাট পৌর এলাকায় এই কাজ শুরু করে ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা । গতকাল দুপুরে রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই ফেটে যায় পৌরসভার পানীয় জলের মেন পাইপ লাইন । পাইপ ফেটে যেতেই জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট শহরের বি এড কলেজ এলাকা । বিশুদ্ধ পানীয় জল হু হু করে বের হতে থাকে । উপায় না পেয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা মাটি কেটে পাশের মাঠে জল বের করে দেয় । পাইপটি এখনও ঠিক করা সম্ভব হয়নি । এদিকে, রাস্তার কাজেও বেগ পেতে হয় তাদের । এই এলাকার কাজ আপাতত বন্ধ কে রাখা হয়েছে, পাইপ মেরামত হলে পুরো জল বের করে তবেই শুরু হবে কাজ ।

এভাবেই অপচয় হচ্ছে পানীয় জল

এবিষয়ে পথচলতি সবুজ বর্মণ জানান, বাড়ি যাওয়ার পথে হঠাৎই দেখেন এই এলাকা দিয়ে জল বেরোচ্ছে । তাঁর কথায়, "এভাবে সকাল থেকে পানীয় জল নষ্ট হচ্ছে, কেন এখনও পর্যন্ত পাইপ লাইনটি সারানো সম্ভব হচ্ছে না তা খতিয়ে দেখলে ভালো হয় ।" পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । তাদের কথায়, কাজ চলছে, জল বন্ধ হয়ে যাবে দ্রুত ।

ABOUT THE AUTHOR

...view details