পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ে দেওয়াল চাপা পড়ে কুমারগঞ্জে মৃত্যু এক মহিলার - died a woman

কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ৷ মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন দু'দলের প্রার্থী ৷

ঝড়ে দেওয়াল চাপা পড়ে কুমারগঞ্জে মৃত্যু এক মহিলার,
ঝড়ে দেওয়াল চাপা পড়ে কুমারগঞ্জে মৃত্যু এক মহিলার,

By

Published : Apr 9, 2021, 2:44 PM IST

কুমারগঞ্জ, 9 এপ্রিল : ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে । বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে কুমারগঞ্জের ভৌর গ্রাম পঞ্চায়েত এলাকার খাস পাড়াতে এক আদিবাসী রবি মার্ডির বাড়ি ভেঙে পড়ে । দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় গৃহকর্ত্রী মেলছো সরেনের (60) । মৃতার স্বামী রবি মার্ডি, সঙ্গে অন্ধ মেয়ে বিশামনি ও তার দুই শিশু আহত অবস্থায় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রচণ্ড ঝড় হয় দক্ষিণ দিনাজপুর জেলায় । ঝড়ের প্রকোপ বেশি দেখা যায় কুমারগঞ্জ এলাকায় । সেখানেই ভৌর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে পড়ে বহু বাড়ি-ঘর । পাশাপাশি গাছপালা ভেঙে বন্ধ হয়ে যায় রাস্তা ঘাট ।

ভেঙে পড়েছে বহু বাড়ি

কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকার হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কারে হাত লাগান । তিনি জানান, "ঝড়ে কুমারগঞ্জের বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে । বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে । রাস্তা আটকে থাকায় হাসপাতালে রোগী নিয়ে যেতে সমস্যার কারণে আমি নিজে কর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি ।"

ঝড়ের তীব্রতায় গাছ ভেঙে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত কুমারগঞ্জে

অপর দিকে শুক্রবার সকালে কুমারগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন । তিনি জানান, " গতকাল রাতের ঘূর্ণিঝড়ে সমগ্র কুমারগঞ্জ ব্লকেই ক্ষয়ক্ষতি হয়েছে । ভৌর অঞ্চলের আদিবাসী পরিবারের বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে । তার পরিবার বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে । তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনের নিয়ম-নীতি মেনে তাদের থাকার ব্যবস্থা করার কথা বলেছি ৷ "

আরও পড়ুন :হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

ABOUT THE AUTHOR

...view details