কুশমন্ডি, 30 জুলাই: লাগাতার বৃষ্টিতে টাঙ্গন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভাঙতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিষাকুড়ি ও বলরামপুর এলাকার নদীবাঁধ। গ্রাম তলিয়ে যাওয়ার ভয়ে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের।
কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতের মহিষাকুড়ি ও বলরামপুর এলাকায় 10 থেকে 15 হাজার মানুষের বসবাস। চলতি মাসেই বাঁধ সারাই করা হলেও বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বাঁধে চাপ সৃষ্টি হতেই ফের দেখা দিয়েছে ফাটল। এই বাঁধ ভেঙে গেলে তলিয়ে যেতে পারে একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত হতে পারে 100 বিঘা জমির আমন ধান।