কুশুমণ্ডি, 20 সেপ্টেম্বর : পাকা রাস্তার দাবিতে চারাগাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের । দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমণ্ডি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ঘটনা । জানা গিয়েছে, এই এলাকার বিশকুড়ি থেকে মঙ্গলপুর পযর্ন্ত 3 কিলোমিটার রাস্তা মাটির । যার ফলে বর্ষাকালে সমস্যায় পড়ে এলাকার মানুষ । আজ পাকা রাস্তার দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা । বিশকুড়ি ,রসুলপুর, কুলদহ , চেওড়া এই চারটি গ্ৰামের মানুষ বিক্ষোভ দেখায় । এলাকার মানুষের অভিযোগ, এ বিষয়ে বারংবার কুশুমণ্ডি ব্লক প্রশাসন ও প্রধানকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি ।
মাটির এই রাস্তায় বর্ষাকালে চলাফেরায় ব্যাপক সমস্যায় পড়ে সাধারণ মানুষ । মাটির রাস্তাটি পাকার দাবি একাধিকবার জানালেও এখনও পাকা হয়নি । 2017 সাল থেকে পাকা রাস্তার দাবিতে জোরালো আন্দোলন শুরু করে গ্রামবাসীরা । BDO সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয় ৷ রাস্তার দাবিতে গত বছর কুশুমণ্ডিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলপুর সহ একাধিক গ্রামের মানুষ । সেই সময় প্রশাসনের তরফে আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি পাকা রাস্তা ।